শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি EEDMOE Job Circular 2024
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) 10 টি পদে মোট 187 জন নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। শুধুমাত্র ফেনী, পঞ্চগড় ও ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
পদ এবং সংখ্যা:
স্টোর অফিসার: 01 টি
হিসাবরক্ষক: 25 টি
কম্পিউটার অপারেটর: 27 টি
সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: 04 টি
উচ্চমান সহকারী: 09 টি
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: 03 টি
হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারী কাম ক্যাশিয়ার: 39 টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: 76 টি
স্টোর কিপার: 01 টি
ইলেকট্রিশিয়ান: 02 টি
শিক্ষাগত যোগ্যতা:
প্রতিটি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিটি দেখে নিজেদের যোগ্যতা যাচাই করে নেওয়া উচিত।
বেতন স্কেল:
প্রতিটি পদের জন্য নির্ধারিত বেতন স্কেল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়:
আবেদন শুরুর তারিখ: 18 এপ্রিল 2024, সকাল 10:00 টা
আবেদনের শেষ তারিখ: 09 মে 2024, বিকাল 05:00 টা
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা http://eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে:
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।