বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
মোট পদ সংখ্যা: ১৫
পদসমূহ:
প্রোগ্রামার: ০১ টি
যানবাহন পরিদর্শক: ০১ টি
প্রধান সহকারী: ০৩ টি
ওয়ার্ড প্রসেসিং সহকারী: ০১ টি
পিএ/সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর: ০১ টি
অডিটর: ০২ টি
টেলিফোন অপারেটর: ০১ টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৩ টি
পাম্প অপারেটর: ০১ টি
ডেসপাস রাইডার: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা:
পদ অনুযায়ী
বেতন স্কেল:
পদ অনুযায়ী
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে: http://barc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন শুরুর সময়:
২১ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়:
২৫ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ০৪:০০ টা
বিস্তারিত বিজ্ঞপ্তি:
দ্রষ্টব্য:
আবেদনের পূর্বে বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।
সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
আবেদনের শেষ তারিখের পূর্বে আবেদন করুন।
শুভকামনা!