সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে।
মোট পদ সংখ্যা: ৩৪৯
প্রধান সহকারী: ১৮ টি
কম্পিউটার অপারেটর: ০৪ টি
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ০২ টি
ইন্সট্রাক্টর: ০২ টি
ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স: ০৩ টি
স্টেরিও টাইপিং মেশিন অপারেটর: ০১ টি
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০১ টি
ফিল্ড সুপারভাইজার: ২০ টি
গ্রাজুয়েট টিচার: ১৪ টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৭ টি
ডাটা এন্ট্রি অপারেটর: ৩১ টি
হিসাব সহকারী: ০৮ টি
স্টোরকিপার: ০৪ টি
টেলিফোন অপারেটর: ০১ টি
বেঞ্চ সহকারী: ০১ টি
নার্স: ০৪ টি
কম্পাউন্ডার: ৩২ টি
গাড়ীচালক: ০২ টি
ফটোকপি অপারেটর: ০২ টি
কারিগরি প্রশিক্ষক (উপজেলা): ১১ টি
হেলপার: ০২ টি
ফিডার এ্যাটেনডেন্ট: ০১ টি
আয়া: ০৫ টি
এ্যাটেনডেন্ট: ০২ টি
দারোয়ান: ০৪ টি
নিরাপত্তা প্রহরী: ১৫ টি
বাবুর্চি: ২০ টি
সহকারী বাবুর্চি: ০২ টি
মালি: ০১ টি
পরিচ্ছন্নতা কর্মী: ০৪ টি
অফিস সহায়ক: ৬৭ টি
বার্তাবাহক: ০৮ টি
আবেদন শুরুর সময়: ০১ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে: http://dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
মোবাইল এসএমএস: অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।